প্রেম অথবা ক্ষোভের পত্র
আমাদের শহরে মানে হৃদয়ের করিডোরে একবার এসে দেখে যেও, তোমরা কতোটা প্রেম ঠেলে দিয়ে দেউলিয়া হয়ে গ্যাছো। কতোটা প্রেম চাষ হয় সেখানে। কতোটা ক্ষত সেখানটায় বর্তমান,কতবার বোমারু বিমানের বোমা নিক্ষেপের মতোন অবহেলা ছুঁড়ে ধ্বংস করেছিলে ঈশ্বরের সবথেকে নিরাপদ আবাসস্থলকে। তুমিই বিরাজ করতে সেখানে প্রবল প্রতাপ নিয়ে। তুমি কিনা সেই সুন্দরকেই অবহেলায় ধ্বংস করে দিলে।হোহো করতে করতে তার ধ্বংসযজ্ঞ দেখে গ্যালে। শহরজূড়ে ঘৃণার ঘোষণাপত্র আর ক্রুদ্ধ হুংকার। জরুরী ঘোষণা আসে শহরের স্বাস্থবিভাগ থেকে- "বাঁচতে হলে ভালোবাসতে ভুলে যান"। প্রধান ফটকে রক্ত রঙে সতর্কীকরণ বার্তা- "প্রেমিকাদের প্রবেশ নিষিদ্ধ,এই শহর প্রেমিকাদের প্রহসনে পুড়ছে নিয়ত"।