আমি শুনি আমার লাশ কাটার শব্দ
মর্গের পাশ দিয়ে হেঁটে যেতে গিয়ে হঠাৎ আমার কানে বাজে আমার নিজের লাশ কাটার শব্দ। আমি থমকে গিয়ে
শুনতে থাকি আমার লাশের মর্মান্তিক আর্তনাদ।
আমার বুকের ছাতিটা দ্বিখণ্ডিত করবার সময়য় আমার লাশ এক ভয়ানক চিৎকারে ইস্রাফিলের বুক কাঁপিয়ে বলতে থাকে "ওখানটায় আঘাত করোনা,ওখানে আমার প্রিয়তমা এবং বাঙলাদেশ চিরকাল জীবিত,ওরা আঘাত পাবে।"
হো হো করে পৈশাচিক হাসি দিয়ে ঢকঢক আরো এক বোতল মদ টেনে আমাকে বলে গ্যালো "তোমার প্রেমিকা অন্য কোনো পুরুষ বুকের সজ্জায় ব্যস্ত সেখবর নেই তোমার কাছে? শালা বোকা কোথাকার।আর বাঙলাদেশ?"
এতটুকু বলতেই চোখ ভিজে ওঠে তার।শেষ বোতল মদ কাঁপতে কাঁপতে গিলে হঠাৎ এক ভয়ানক পৈশাচিক অথচ ক্রুদ্ধ স্বরে বলে উঠলো আমাদের বাঙলাদেশ মৃত আজ,সংসদ ভবনে নিয়ম করে তার ময়নাতদন্ত হয় প্রতিনিয়ত, প্রত্যেকদিন মৃত লাশটার উপর হামলে পড়ে সাড়ে তিনশত ডোম,খুবলে খায় ২ লাখ শকুন,বাঞ্চোদ তুই এই খবরটা ও রাখলিনা?
তনু-নাদিয়া, স্রোতের মত মরে যেতে থাকা অসংখ্য মানুষের সাথে অগুন্তিবার কি ধর্ষিত হয়নি বাংলাদেশ?
ক্রসফায়ারে প্রত্যেকদিন ঝাঁঝরা হয়ে যায়না বাঙলার বুক?তখন কোথায় ছিলি শালা শুয়োর?চুপ করে ছিলি বেঈমান।নাকি এখবর ও রাখিস নি তুই?তোর হৃদয় কাঁপেনি একবারো?"
তারপর এক উন্মত্ত হাত নিমিষেই চূর্ণবিচূর্ণ করে দেয় আমার দুশোছয় খানা হাড়,এফোঁড়ওফোঁড় করে দেয় আমার হৃদয় যেখানে আমার প্রিয়তমা আর প্রিয় বাঙলাদেশ থাকতো।
পলকে অস্তিত্বহীন হয়ে যাই আমি,স্ট্রোক করে মর্গের পাশে পরে থাকে আমার পার্থিব অবয়ব।
শুনতে থাকি আমার লাশের মর্মান্তিক আর্তনাদ।
আমার বুকের ছাতিটা দ্বিখণ্ডিত করবার সময়য় আমার লাশ এক ভয়ানক চিৎকারে ইস্রাফিলের বুক কাঁপিয়ে বলতে থাকে "ওখানটায় আঘাত করোনা,ওখানে আমার প্রিয়তমা এবং বাঙলাদেশ চিরকাল জীবিত,ওরা আঘাত পাবে।"
হো হো করে পৈশাচিক হাসি দিয়ে ঢকঢক আরো এক বোতল মদ টেনে আমাকে বলে গ্যালো "তোমার প্রেমিকা অন্য কোনো পুরুষ বুকের সজ্জায় ব্যস্ত সেখবর নেই তোমার কাছে? শালা বোকা কোথাকার।আর বাঙলাদেশ?"
এতটুকু বলতেই চোখ ভিজে ওঠে তার।শেষ বোতল মদ কাঁপতে কাঁপতে গিলে হঠাৎ এক ভয়ানক পৈশাচিক অথচ ক্রুদ্ধ স্বরে বলে উঠলো আমাদের বাঙলাদেশ মৃত আজ,সংসদ ভবনে নিয়ম করে তার ময়নাতদন্ত হয় প্রতিনিয়ত, প্রত্যেকদিন মৃত লাশটার উপর হামলে পড়ে সাড়ে তিনশত ডোম,খুবলে খায় ২ লাখ শকুন,বাঞ্চোদ তুই এই খবরটা ও রাখলিনা?
তনু-নাদিয়া, স্রোতের মত মরে যেতে থাকা অসংখ্য মানুষের সাথে অগুন্তিবার কি ধর্ষিত হয়নি বাংলাদেশ?
ক্রসফায়ারে প্রত্যেকদিন ঝাঁঝরা হয়ে যায়না বাঙলার বুক?তখন কোথায় ছিলি শালা শুয়োর?চুপ করে ছিলি বেঈমান।নাকি এখবর ও রাখিস নি তুই?তোর হৃদয় কাঁপেনি একবারো?"
তারপর এক উন্মত্ত হাত নিমিষেই চূর্ণবিচূর্ণ করে দেয় আমার দুশোছয় খানা হাড়,এফোঁড়ওফোঁড় করে দেয় আমার হৃদয় যেখানে আমার প্রিয়তমা আর প্রিয় বাঙলাদেশ থাকতো।
পলকে অস্তিত্বহীন হয়ে যাই আমি,স্ট্রোক করে মর্গের পাশে পরে থাকে আমার পার্থিব অবয়ব।
Comments
Post a Comment