আমি তোমাকে ভুলে যাবার কথা ভাবতেই পারিনা
তুমি চাইলেই এনে দিতে পারি লক্ষতারায় গাঁথা গলমাল্য,জ্যোছোনায় তোমার মুখ ধুয়ে দেবো যেকোনো কিছুর বিনিময়ে।তোমার বেণী করে দেবে কোনো দেবতা ভৃত্য।
তুমি চাইলেই আমি ফুলেদের বলে দেবো বাইজি হয়ে নিয়ম করে নাচুক তোমার বিনোদন সন্ধ্যায়,পাখিরা গাইবে ক্ল্যাসিকাল অথবা নজরুল সঙ্গীত,চাইলে হয়ে যেতে পারে পাখিদের রক কনসার্ট।
হাওয়ায় দুলবে আকাশ, নদীরা এসে ধুয়ে দেবে তোমার ঈশ্বরী পা।
তুমি চাইলেই আমি চাঁদটাকে এনে বসিয়ে দেবো তোমার কপালে, নিয়ম করে সেবা করে যাবে হরিণের পাল।
পৃথিবী চুলোয় যাবে যাক।
তুমি চাইলেই আমি সব পেরে যাবো শুধু ভুলে যাওয়া ছাড়া।
আমি তোমাকে ভুলে যাবার কথা ভাবতেই পারিনা।
তুমি চাইলেই আমি ফুলেদের বলে দেবো বাইজি হয়ে নিয়ম করে নাচুক তোমার বিনোদন সন্ধ্যায়,পাখিরা গাইবে ক্ল্যাসিকাল অথবা নজরুল সঙ্গীত,চাইলে হয়ে যেতে পারে পাখিদের রক কনসার্ট।
হাওয়ায় দুলবে আকাশ, নদীরা এসে ধুয়ে দেবে তোমার ঈশ্বরী পা।
তুমি চাইলেই আমি চাঁদটাকে এনে বসিয়ে দেবো তোমার কপালে, নিয়ম করে সেবা করে যাবে হরিণের পাল।
পৃথিবী চুলোয় যাবে যাক।
তুমি চাইলেই আমি সব পেরে যাবো শুধু ভুলে যাওয়া ছাড়া।
আমি তোমাকে ভুলে যাবার কথা ভাবতেই পারিনা।
Comments
Post a Comment