তুমি নেমে আসো আন্দোলন
আন্দোলন আন্দোলন নেমে এসেছে যখন শহরে,
আন্দোলন তুমি আরেকটু আপন হয়ে নেমে আসো বুকের পাঁজরে।
আন্দোলন তুমি আরেকটু আপন হয়ে নেমে আসো বুকের পাঁজরে।
নেমে আসো তুমি প্রেমিকার গালে,
নেমে আসো তুমি আঁধার কিম্বা আলোতে
অথবা দৈনন্দিন অপশাসনের বেড়াজাল ভেঙে।
আন্দোলন আন্দোলন আমাদের স্বাধীকার কিম্ভা ভালোবাসার প্রিয় সম্ভাষন।
তুমি নেমে আসো কবিতার ছন্দে,নেমে আসো শাহবাগ টিএসসি কিম্বা আমাদের রন্ধ্রে রন্ধে।
বদলে দিয়ে যাও সব কুৎসিত, সৌন্দর্যে।
এনে দাও আবার একাত্তর কিম্বা বায়ানো এই আঠারোর উত্তাল সংগ্রামে।
নেমে আসো তুমি চোখের পাতায়,বিদ্ধ করো ভালোবাসা সব বুলেট অথবা রাইফেলে।
তুমি নেমে আসো আমাদের এই প্রিয় স্বদেশে।
মুছে দাও যত বিভেদ ঘৃণা, আছে যতো অসুন্দর
তুমি নেমে আসো আন্দোলন, তুমি দখল করে নাও ঝিমিয়ে পড়া বিপ্লবী চত্বর।
Comments
Post a Comment