একদিন ঠিক পৌঁছে যাবো হৃদয়ে অথবা কবরে

আমি সেদিন পাখিদের বলতে শুনেছি-
চোখের সমুদ্র ধরে হেঁটে গ্যালে শেষটায় গিয়ে পাওয়া যায় প্রিয়তমার হৃদয়।
আমি তাই-
ইংলিশ চ্যানেল অথবা বাঙলা চ্যানেল বিজয়ের
পরিকল্পনা ঠেলে অশ্রুসাগর পাড়ি দিয়ে রেকর্ডবুকে নাম লিখানোর পরিবর্তে তোমার হৃদয়ের অন্দরমহলে স্থান করে নেবার সিদ্ধান্ত নিয়েছি।
অন্যথায় মাটির বুক চিড়ে অদৃশ্য হয়ে যাবার ঝুঁকি নিয়েই।
কারণ-
আমি জানি অশ্রুসাগর পাড়ি দিতে গিয়ে কেউ বিফল ফেরেনা,
হৃদয়ে অথবা কবরে ঠিক পৌঁছে যায়।
আমি ও তাই,
নিয়ম করে অবিরত এগিয়ে যাই তোমার হৃদয়ের
পথে,চোখের সমুদ্র বেয়ে।
একদিন ঠিক পৌঁছে যাবো গন্তব্যে যা লিখা ছিলো প্রেমিক ভাগ্যে।

Comments

Popular posts from this blog

দারিদ্র‍্য নিরুদ্দেশ,পেট ভরে খাবো বেশ

আমি শুনি আমার লাশ কাটার শব্দ

প্রেম অথবা ক্ষোভের পত্র