মৃত্যুবিলাসিতা
জীবন সায়াহ্ন বুঝি এমনই সুন্দর হয়?
বেলী,জুঁই আর গন্ধরাজের ঘ্রাণে একাকার থাকে সব?
ঝর্ণাধারা নেমে আসে চোখ বুজলে,হঠাৎ এক শীতল বরফ খন্ড যেনো ছুঁয়ে যায় শিরদাঁড়া?
কানে বাজছে ঝিঁঝিঁ পোকার ডাক, চোখের সমুদ্র ধরে আগাতে গিয়ে দেখছি একটা শুভ্র পথ চলে গ্যাছে দখিনে,আমি তন্ময় হাঁটছি,নদীর কলকল শব্দ ভেসে আসছে।মোহনীয়তা আমাকে গ্রাস করে চলেছে।
একটা কোকিল ডেকে উঠলো,প্রত্যেকটা মুহূর্ত আমাকে এক অজানা সুখকর অনুভূতির স্বাক্ষী করছে।
চির অশান্ত হৃদয় আজ যেনো আকাশের মতো সৌম্য,আজ অস্বাভাবিক প্রশান্ত।
আমার জন্য অপেক্ষারত অশ্বযান দেখতে পাচ্ছি,সেখানে একটা শাদা ঘোড়া দাঁড়িয়ে। তার মায়া আমাকে আচ্ছন্ন করে ফেলছে।আমার কোনো ভয়-ডর-সঙ্কোচ অনুভব হচ্ছেনা।
এই শাদা ঘোড়াই ডাকপিয়ন হয়ে আমার "প্রাণ"কে পৌঁছে দেবে স্থায়ী ঠিকানায়,এক অজানা শিহরণ বিয়ে যাচ্ছে আমার মাঝে...
আমি স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যাচ্ছি আমার মৃত্যুর প্রিয়
আয়োজকের কাছে।
আমার ঠোঁট উচ্চারণ করে চলেছে "আহ!মৃত্যু কতো সুন্দর,এখানো কোনো ভণিতা নেই।"
আমি উঠে পড়েছি মৃত্যুভেলায়,যেকোনো মুহূর্তে মিথ্যার সাথে আমার সব সম্পর্কের অবসান ঘটবে।
বেলী,জুঁই আর গন্ধরাজের ঘ্রাণে একাকার থাকে সব?
ঝর্ণাধারা নেমে আসে চোখ বুজলে,হঠাৎ এক শীতল বরফ খন্ড যেনো ছুঁয়ে যায় শিরদাঁড়া?
কানে বাজছে ঝিঁঝিঁ পোকার ডাক, চোখের সমুদ্র ধরে আগাতে গিয়ে দেখছি একটা শুভ্র পথ চলে গ্যাছে দখিনে,আমি তন্ময় হাঁটছি,নদীর কলকল শব্দ ভেসে আসছে।মোহনীয়তা আমাকে গ্রাস করে চলেছে।
একটা কোকিল ডেকে উঠলো,প্রত্যেকটা মুহূর্ত আমাকে এক অজানা সুখকর অনুভূতির স্বাক্ষী করছে।
চির অশান্ত হৃদয় আজ যেনো আকাশের মতো সৌম্য,আজ অস্বাভাবিক প্রশান্ত।
আমার জন্য অপেক্ষারত অশ্বযান দেখতে পাচ্ছি,সেখানে একটা শাদা ঘোড়া দাঁড়িয়ে। তার মায়া আমাকে আচ্ছন্ন করে ফেলছে।আমার কোনো ভয়-ডর-সঙ্কোচ অনুভব হচ্ছেনা।
এই শাদা ঘোড়াই ডাকপিয়ন হয়ে আমার "প্রাণ"কে পৌঁছে দেবে স্থায়ী ঠিকানায়,এক অজানা শিহরণ বিয়ে যাচ্ছে আমার মাঝে...
আমি স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যাচ্ছি আমার মৃত্যুর প্রিয়
আয়োজকের কাছে।
আমার ঠোঁট উচ্চারণ করে চলেছে "আহ!মৃত্যু কতো সুন্দর,এখানো কোনো ভণিতা নেই।"
আমি উঠে পড়েছি মৃত্যুভেলায়,যেকোনো মুহূর্তে মিথ্যার সাথে আমার সব সম্পর্কের অবসান ঘটবে।
Comments
Post a Comment